Saturday, October 23, 2010

পেন স্কেচ: উলভেরিন

অফিসের কাজের এক ফাকে মাথা ফাকা করার জন্য জেলপেন দিয়ে রাফভাবে উলভেরিনকে এঁকে ফেললাম। ১৮ মিনিটে করা। যারা ছবি আঁকাআঁকির সাথে যুক্ত বা ধারণা রাখেন তারা এই হাত চালু রাখার রাফ ড্রয়িং সম্পর্কে ভালোভাবেই অবগত।



Thursday, October 21, 2010

পুরোন কাজ ১: আইফোন গেম ক্যারেক্টার মোঙ্গো

এই ক্যারেক্টারটার নাম মোঙ্গো, বাচ্চা পোলাপানদের ভয় দেখিয়ে মাস শেষে স্যালারি পায় সে! এক্সট্রা করে বিভিন্ন রকমের ভয় দেখালে জোটে পারফর্মেন্স বোনাস। :)
এডোব ইলাস্ট্রেটর সিএস ৪ দিয়ে করা। স্কেচসহ সব মিলিয়ে সময় লেগেছে ১২ ঘন্টার মতো।