Wednesday, December 15, 2010

১৬ ডিসেম্বর ও জাতীয় পতাকা!

আজকে যখন মাননীয় দেশনেত্রী বিজয় দিবস উপলক্ষে আর্মি-জনগণের স্যালুট আর ভালবাসায় সিক্ত হয়ে বাড়ি ফিরে, পরিবার পরিজন নিয়ে আরাম করে মুরগীর মাখন-নরম হাড় চিবুবেন তখন হয়তো তাঁর বাড়ির আসেপাশেই কোথাও কোনো মুক্তিযোদ্ধা পরিবার দু-মুঠো খাবারের আশায় ভিক্ষে করবে মানুষের দোরে দোরে!
দুর্নীতিবাজ মন্ত্রীরা যখন ঘুষ আর মেরে দেয়া জনগণের টাকা আরাম করে গুনবেন তখন হয়তো কোনো মুক্তিযোদ্ধার সন্তান টাকার অভাবে পড়ালেখা ছেড়ে আজই রিকশা যাত্রীদের পৌঁছে দেবে সশস্ত্র মেলায়!

দেশজুড়ে ও দেশকে নিয়ে, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে যা ঘটেছিল, যা ঘটবে এবং ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদে বাংলাদেশের পতাকা নিয়ে আমার এই গ্রাফিক ইলাস্ট্রেশন।
(জাতীয় পতাকার অবমাননা করার কোনো প্রচেষ্টা এখানে করা হয়নি)


* বড় করে দেখার জন্য ছবিতে ক্লিক করুন।
--
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ