Saturday, June 6, 2015

'রু' আর 'র‍্য'

কমিকের ডায়ালগে 'রু' আর 'র‍্য' লিখতে গেয়ে নাকানি চোবানি খেয়েছেন Tauhidul Iqbal Sampad​ সেই সূত্রে এই ভিডিও টিউটোরিয়ালটির অবতারণা।

পদ্ধতি ক:
১. রাইট ক্লিক অন অভ্র আইকন> টুলস> output as ANSI.  ফন্ট সিলেক্ট করুন sutonny mj> বাংলা অ্যাক্টিভেট> 'র' লিখুন> 'ু'> ব্যাকস্পেস> 'ু'

পদ্ধতি খ:
১.  ভিডিওটি দেখুন।
২. যেসব যায়গায় 'রু' আছে সেসব যায়গায় স্পেস রাখুন।
৩. কাস্টম শেপ থেকে 'রু' নিন, যেখানে যেখানে দরকার মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় Alt চেপে ড্র্যাগ করে করে বসান।

পদ্ধতি গ:
এইটা সবথেকে সহজ ও নির্ভেজাল পদ্ধতি। কোনো কিছুই করা লাগে না। সাধারণ ভাবে লিখলেই 'রু' বা 'র‍্য' হবে।
১. ফটোশপ সিসি ৬৪বিট বা ইলাস্ট্রেটর সিসি ৬৪ বিট ওপেন করুন।
২. ১. রাইট ক্লিক অন অভ্র আইকন> টুলস> output as ANSI.  ফন্ট সিলেক্ট করুন sutonny mj> বাংলা অ্যাক্টিভেট> 'র' লিখুন> 'ু'
ফুললি টেস্টেড। ভিডিওটির একদম শেষে দেখতে পাবেন।



আপডেট: আমি আর Sampad ঘাটাঘাটি করে বের করলাম আসলে ফন্টে ঝামেলা! এই ফন্টটা ইন্সটল করে নিয়ে চেক করতে পারেন। আর অবশ্যই মনে করে ANSI অ্যাক্টিভ করে টাইপ করবেন।