Sunday, February 23, 2014

ডাকাবুকো কাকু আর ক্যাপ্টেন কিডের গুপ্তধন!




হয়তো অনেকেই একমত হবেন না, তবুও আমার মতে বাংলাদেশের কমিক্সের ইতিহাসে সবচে সেরা মজাদার কমিক এই ডাকাবুকো কাকু আর ক্যাপ্টেন কিডের গুপ্তধন! আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টিনটিন সিরিজ শেষ করে যারা হ-হতোস্মি করছেন তাদের এই কমিক তৃষ্ণা মেটাবে! এবারের বইমেলায় আমার করা একমাত্র কাজ এই কমিকের কভারটা। ঢাকা কমিক্সকে ধন্যবাদ এই সুযোগ করে দেয়ার জন্য। বইমেলা ও রকমারি.কম এ পাওয়া যাচ্ছে!