Monday, August 30, 2010
ব্লু টেকনোজ লোগো!
কিছুদিন আগে এই লোগোটা বানিয়েছি ইলাস্ট্রেটরের সাহায্যে। প্রথমে বেশকিছু পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম। সময় লেগেছিল সবমিলিয়ে প্রায় ১০ ঘন্টার মতো।
Saturday, August 28, 2010
মি. বেটোভিক
অনেকদিন পর একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের কাজ পেয়েছি অফিস থেকে। ইউ আই আর টুকিটাকি গ্রাফিকের কাজ করতে করতে বিরক্ত ধরে গিয়েছিল বসের উপর। এইটা ফেসবুকের ‘মাফিয়া’র মতো একটা গেমের ক্যারেক্টারের প্রাথমিক ড্রাফ্ট ড্রয়িং, নাম মি. বেটোভিক। যে কিনা লাইফে ভয়াবহ পোড় খেতে খেতে বিশাল পয়সাওলাতে পরিনত হয়েছে! পেন্সিলে স্কেচ করে তারপর ফটোশপের হালকা টাচ্ দিয়েছি। সময় লেগেছে সব মিলিয়ে ৪ ঘন্টার মতো।
Monday, August 23, 2010
গ্রাভিটেট: আইফোন গেম
ক্লাশ আর অফিস বাদে আমি কী করি তা নিয়ে অনেকের প্রশ্নবানের ফলাফল এই লেখা! আমি একটু আলসে টাইপের কার্টুনিস্ট কাম আর্টিস্ট, এইটা মেনে নিতে আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা মনে করেন আমি মাত্রাতিরিক্ত অলস, ক্লাশ আর অফিস ছাড়া বাকি সময়টা নাক ডাকিয়ে ঘুমাই তাদের মুখ বন্ধ করা আর চান্সে নিজের আত্মপ্রচার ;) করার জন্যই এই লেখা! আশা করছি এই পোস্ট যারা আইফোন গেম নিয়ে কাজ শুরু করেছেন বা করবেন তাদের জন্য সহায়ক হবে।
বর্তমানে আমি গ্রাভিটি রিলেটেড একটা আপকামিং আইফোন গেমের কাজ করছি। গেমটার নাম গ্রাভিটেট, নিচে গেমটাতে আমার কাজের কিছু স্ক্রিনশট দিলাম।
এইটা গেমের মেইন মেনু স্ক্রিন:
এইটা গেমের পজ স্ক্রিন:

এইটা গেমের লোডিং স্ক্রিন:
এইটা গেমের স্যাম্পল স্ক্রিনশট:
এইগুলা গেমের অপশন স্ক্রিন:

এইটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার:
এবার আসি অ্যানিমেটেড এলিমেন্টগুলোর পর্বে। বলে রাখা ভালো অ্যানিমেটেড এলিমেন্টগুলোর প্রতিটার সিকোয়েন্স একটি ইমেজে রাখতে হয় যেটাকে গেমের স্প্রাইট শিট বলা হয়ে থাকে।
এইটা সেরকমই একটা স্প্রাইট শিট:
এবার অ্যানিমেশনগুলো দেখা যাক। এটা গেমের ফাইনাল গোল পয়েন্ট। এটা ক্লায়েন্ট পছন্দ করেনি:
তাই আবার করতে হয়েছে এভাবে:

বোম্ব ব্লাস্ট অ্যানিমেশন:

প্রথমে এভাবে করে ক্লায়েন্টকে দেখিয়ে নিয়েছিলাম:

এবার আরো কিছু নন অ্যানিমেটেড এলিমেন্ট:







এই পোস্ট কারো মনে কোনো প্রশ্নের উদ্রেক করলে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন, আমার সীমিত জ্ঞানের মধ্যে থাকলে আমি উত্তর দিব।
বর্তমানে আমি গ্রাভিটি রিলেটেড একটা আপকামিং আইফোন গেমের কাজ করছি। গেমটার নাম গ্রাভিটেট, নিচে গেমটাতে আমার কাজের কিছু স্ক্রিনশট দিলাম।
এইটা গেমের মেইন মেনু স্ক্রিন:

এইটা গেমের লোডিং স্ক্রিন:



এইটা সেরকমই একটা স্প্রাইট শিট:





প্রথমে এভাবে করে ক্লায়েন্টকে দেখিয়ে নিয়েছিলাম:

এবার আরো কিছু নন অ্যানিমেটেড এলিমেন্ট:






এই পোস্ট কারো মনে কোনো প্রশ্নের উদ্রেক করলে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন, আমার সীমিত জ্ঞানের মধ্যে থাকলে আমি উত্তর দিব।
Monday, August 9, 2010
আমার সর্বশেষ খবর হচ্ছে আমি নতুন অফিসে জয়েন করেছি! কোম্পানির নাম ভি.জি.ও! এটা সেই কোম্পানির মাসকটের প্রাথমিক ড্রাফ্ট।

আর এইটা কোম্পানির ওয়েবসাইট:

ফুল ভিউ:
http://i34.tinypic.com/5e97p0.jpg
আর এইটা কোম্পানির ওয়েবসাইট:
ফুল ভিউ:
http://i34.tinypic.com/5e97p0.jpg
Thursday, August 5, 2010
ক্যারিকেচার!


আমার প্রিয় একজন বন্ধু আবদুর রব জুয়েলের ক্যারিকেচার!
অপরিচিত কেউ তাকে প্রথম দর্শনেই ভাববে সে বছরের ১২ মাসই গুড়ো কৃমি আর কোষ্ঠকাঠিন্যে ভুগে! বাস্তবে সে বেশ ভালোই বলশালী মর্দ জোয়ান! :)
সময় লেগেছে ১৫ মিনিট, থিয়োরি ক্লাসে বসে আঁকা!
Subscribe to:
Posts (Atom)