(ফুল সাইজে দেখার জন্য: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjETzCCRh_KWNOVJaZjuvK4H7djQF-lMRfuYnAVH2vuHhS_ZWVwsu3ugcJ9EE9NEaKY-iU5WOQwXrvYXWufdur5Ixe4d9sNII8zMBuj9Wc5K7wTuljXpmDylFRbsxxtx30GKv7wY_Z0dKtt/)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় আমরা মোটামুটি সবাই হতবিহ্বল (http://bdnews24.com/bangla/details.php?id=130685&cid=2)! কয়েকজনকে আল বেরুনী হলের চারতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, "যে কোন ঘটনা তো ঘটতেই পারে। এতে কি করার আছে। ক্যামেরা হাতে যদি কয়েকজন অসাংবাদিক মন্ত্রণালয়ে এসে কোনো অঘটন ঘটায়, সেক্ষেত্রে কি করার আছে। পুলিশ আসতে তো সময় লাগে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।" (http://www.bdnews24.com/bangla/details.php?id=130718&cid=2)
ইশ! ক্ষমতার জন্য মানুষ কি না করতে পারে! এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বর্বর কার্যকলাপের প্রতিবাদ করার জন্য মনটা আকুপাকু করে ওঠায় এই কুইক কার্টুনের জন্ম। কোনো রকম রাফ ছাড়াই সরাসরি কলম ব্রাউন পেপারে আঁকা। এরপর সাইনপেন আর ফ্লুইডের সামান্য ঘষামাজা। সময় লেগেছে ৩০ মিনিট।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় আমরা মোটামুটি সবাই হতবিহ্বল (http://bdnews24.com/bangla/details.php?id=130685&cid=2)! কয়েকজনকে আল বেরুনী হলের চারতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, "যে কোন ঘটনা তো ঘটতেই পারে। এতে কি করার আছে। ক্যামেরা হাতে যদি কয়েকজন অসাংবাদিক মন্ত্রণালয়ে এসে কোনো অঘটন ঘটায়, সেক্ষেত্রে কি করার আছে। পুলিশ আসতে তো সময় লাগে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।" (http://www.bdnews24.com/bangla/details.php?id=130718&cid=2)
ইশ! ক্ষমতার জন্য মানুষ কি না করতে পারে! এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বর্বর কার্যকলাপের প্রতিবাদ করার জন্য মনটা আকুপাকু করে ওঠায় এই কুইক কার্টুনের জন্ম। কোনো রকম রাফ ছাড়াই সরাসরি কলম ব্রাউন পেপারে আঁকা। এরপর সাইনপেন আর ফ্লুইডের সামান্য ঘষামাজা। সময় লেগেছে ৩০ মিনিট।
Nice cartoon, Perfect post.
ReplyDelete