Monday, October 10, 2011

'Puff' টfইপের Blast

 আহ্! বহুদিন পর ব্লগে লিখতে আসলাম! :)
নতুন অফিসে জয়েন করেছি, চলছে নতুন নতুন কাজ আমার বন্ধু+সহকর্মী ফ্ল্যাশ আর্টিস্ট বনি ও অ্যাকশন স্ক্রিপ্ট কোডার হিমেলের সাথে।
গতকাল অফিসে  'Puff' টাইপের একটা Blast স্যাম্পল তৈরি করলাম একটা এডুকেশনাল ফ্ল্যাশ গেমের জন্য।
(ইমেজে ক্লিক করুন)
আরো কিছু কাজ নিয়ে ফিরে আসব গেমটি রিলিজ পেলেই :)

Wednesday, March 30, 2011

vector illustration

Simple vector illustration, 17 minute
Done for a educational slide show project. This boy doesn't like to study just like me ;)




Wednesday, February 2, 2011

স্যাম্পল টেক্সট!

ওয়েব ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের প্রায়ই ডিজাইনে কিছু স্যাম্পল টেক্সট প্লেস করা লাগে। অনেক সময় (আমার অভিজ্ঞতায় বেশিরভাগ সময়ই) এই ছোট্ট কাজটাই অনেক বিরক্তিকর হয়ে দাড়ায় কোত্থেকে টেক্সট নেয়া যায় তা ভেবে! তখন হয় কোনো সাইট খুলে নয়তো অন্য কোনো ডিজাইন বা ওয়ার্ড ফাইল ওপেন করে টেক্সট কপি করা লাগে!
গুগল ক্রোমের মজার এই অ্যাড-অন এই ঝামেলা থেকে বাচিয়ে দেবে মুহূর্তেই! এমনকি ব্যবহারকারীরা শব্দ সংখ্যা ও প্যারাগ্রাফ সংখ্যাও নির্ধারণ করে দিতে পারবেন।
আশা করি ওয়েব ডিজাইনারদের উপকারে আসবে :)

Wednesday, January 26, 2011

ফটোশপ সিএস৫ এর ২৫ টি অসাধারণ কি-বোর্ড শর্টকাট (পর্ব-৩):


কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সুবাদে আমি দেখেছি অনেক আর্টিস্ট বা গ্রাফিক ডিজাইনার আছেন যারা অ্যাডোবের নতুন কোনো ভার্সন বের হলে সেটি ইউজ করতে বিভিন্ন কারণে দ্বিধান্বিত থাকেন (কম্পিউটারের পারফর্মেন্সের ব্যপারটি বাদ দিয়ে)। আজকে থেকে প্রতি দিন আমি ৫টি করে মোট ৫ দিনে ২৫ টি ফটোশপ সিএস৫ এর টিপস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। নতুনদের কাজে তো লাগবেই সেই সাথে নতুন ভার্সন নিয়ে যারা আশঙ্কিত তারা আশা করি নতুন ভার্সন ব্যবহার করার লোভে পড়ে যাবেন :)
===

(পূর্ব প্রকাশের পর)

১১. বড় হাতের অক্ষর: অনেক সময় টাইপ করা শেষে মনে পড়ে যায় অক্ষরগুলো বড় অক্ষরে লেখা উচিৎ ছিলো! ছোট হাতের অক্ষরগুলো কেটে দিয়ে আবার বড় হাতের অক্ষরে লেখার সময় বাচাতে এই শর্টকাট। সমস্ত টেক্সট সিলেক্ট করে Command(ম্যাক)/Ctrl(উইন্ডোজ) + Shift + K চাপুন, মুহূর্তেই সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। পুনরায় Command(ম্যাক)/Ctrl(উইন্ডোজ) + Shift + K চাপলে আগের অবস্থায় ফিরে যাবে। এই প্রসেসটি Character প্যালেটের নিচ থেকে তিন নাম্বার অপশন All Caps এ ক্লিক করলেও হয়।
১২. অক্ষরের মধ্যবর্তী স্পেস কমানো-বাড়ানো: কিছু ফন্ট আছে যার অক্ষরগুলি পরস্পরের খুব কাছাকাছি থাকে। আবার কিছু ফন্টের ক্ষেত্রে এর উল্টোটাও দেখা যায়। অথবা কাজের প্রয়োজনেই তখন অক্ষরের মধ্যবর্তী স্পেস কমানো-বাড়ানো লাগে। এজন্য নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করে বা টেক্সটের মাঝে কার্সর রেখে Alt/Option + Left বা Right Arrow কি চাপতে হয়।
১৩. টেক্সট লাইনের মধ্যবর্তী স্পেস কমানো-বাড়ানো: অনেক সময় ডিজাইনের খাতিরে টেক্সটের দুটি লাইনের মধ্যখানের স্পেস ইচ্ছেমত বাড়ানো-কমানো লাগে। যে লাইনটি নিচে নামাতে বা উপরে উঠাতে চান তা সিলেক্ট করে Alt/Option + Up বা Down Arrow কি চাপলেই কাজ হয়ে যাবে।
১৪. বেজ লাইন শিফ্ট: কিছু স্পেশাল টেক্সট আছে যেগুলোর কিছু অক্ষর, শব্দ বা সেনটেন্স লাইনের উপরদিকে অথবা নিচের দিকে ছোট, বড় বা অপরিবর্তিত অবস্থায় একই টেক্সট লেয়ারে লিখতে হয়। এটা করার শর্টকাট হলো অক্ষরটি সিলেক্ট করে Alt/Option + Shift + Up বা Down Arrow কি চাপতে হবে। টেক্সট সাইজ পরিবর্তনের জন্য ১০ নং শর্টকাট অনুসরণ করুন।

১৫. কালার ফিল: খুব সহজে কোনও লেয়ার, সিলেক্টেড অংশ, টেক্সট লেয়ার বা ভেক্টর শেপকে রঙ দিয়ে ফিল আপ করার জন্য যথাক্রমে এই শর্টকাটগুলো ব্যবহার করুন-
• Command/Ctrl + Backspace – ফর গ্রাউন্ড কালার
• Alt/Option + Backspace – ব্যাকগ্রাউন্ড কালার
• Shift + Backspace – ফিল অপশন

(পর্ব ১)
(পর্ব ২)
সূত্র: http://psd.tutsplus.com/articles/tools/awesome-keyboard-shortcuts-photoshop/

Friday, January 21, 2011

ফটোশপ সিএস৫ এর ২৫ টি অসাধারণ কি-বোর্ড শর্টকাট (পর্ব-২):




৬. দ্রুত মুভ: অন্য কোনো টুল সিলেক্ট অবস্থায় দ্রুত মুভ টুল ব্যবহারের জন্য Command/Ctrl চেপে রাখুন। ক্লিক ছেড়ে দিলেই পূর্ববর্তী টুলে ফিরে যাবে।

৭. একসাথে সব ডকুমেন্ট প্যান ও জুম: একসাথে বেশ কয়েকটি ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় আনুপাতিকভাবে প্যান বা জুম করে কাজের কম্পেয়ার করে দেখা লাগে। এটি করার শর্টকাট হচ্ছেShift + Ctrl + Space (Win) বা Shift + Command + Space (Mac) চেপে মাউস ক্লিক।

৮. সমস্ত প্যানেল লুকানো: আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা ক্রিয়েটিভ কাজ শেষ করে যে কোনো আর্টিস্ট তার সফল কাজটির প্রিভিউ  ফ্রেশভাবে দেখতে চাইবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র কিবোর্ডের Tab কি চাপতে হবে। লুকানো প্যানেল ফিরিয়ে আনতে আবার Tab কি চাপলেই হবে। অথবা ফটোশপের প্যানেলগুলোর কাছে মাউস রাখলে সাময়িকভাবে টুলস মেনু দেখা যাবে।

৯. অ্যাডোব ব্রিজে ফুল স্ক্রিন প্রিভিউ: ইমেজ ফাইল সরাসরি ফটোশপ বা অ্যাডোবের অ্যাপ্লিকেশনে ওপেন করার জন্য ছাড়াও অ্যাডোব ব্রিজের মাধ্যমে অনেক জরুরী কাজ করা যায়। কোনো ইমেজ ফাইল ফটোশপে খোলার আগে ইমেজটির ফুল স্ক্রিন প্রিভিউ দেখে নেয়ার জন্য Space চাপতে হবে। পরবর্তী ইমেজে যাওয়ার জন্য অ্যারো কি চাপতে হবে। 

১০. টেক্সট সাইজ পরিবর্তন: টেক্সট সিলেক্ট করে Command/Ctrl + Shift + < বা > চাপলেই আকৃতির পরিবর্তন ঘটবে। শুধুমাত্র টেক্সট লেয়ার সিলেক্ট করলে এই শর্টকাট কাজ করবে না!

Wednesday, January 19, 2011

ফটোশপ সিএস৫ এর ২৫ টি অসাধারণ কি-বোর্ড শর্টকাট (পর্ব-১):


কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সুবাদে আমি দেখেছি অনেক আর্টিস্ট বা গ্রাফিক ডিজাইনার আছেন যারা অ্যাডোবের নতুন কোনো ভার্সন বের হলে সেটি ইউজ করতে বিভিন্ন কারণে দ্বিধান্বিত থাকেন (কম্পিউটারের পারফর্মেন্সের ব্যপারটি বাদ দিয়ে)। আজকে থেকে প্রতি দিন আমি ৫টি করে মোট ৫ দিনে ২৫ টি ফটোশপ সিএস৫ এর টিপস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। নতুনদের কাজে তো লাগবেই সেই সাথে নতুন ভার্সন নিয়ে যারা আশঙ্কিত তারা আশা করি নতুন ভার্সন ব্যবহার করার লোভে পড়ে যাবেন!  :)

১. ড্র্যাগ-জুম: সিএস৫ এর নতুন অ্যানিমেটেড জুমিং সিস্টেম অনেককেই ঝামেলায় ফেলে দিয়েছে! আসলে Ctrl + Space চেপে ডানে বামে ড্র্যাগ করলেই আগের জুমিং এর স্বাদ পাবেন। কষ্ট করে আর কি বোর্ডে হাত এনে Ctrl + - চাপতে হবে না। আপ-ডাউন ড্র্যাগ করলে ঝামেলা হতে পারে। (শুধুমাত্র GPU enabled সিএস৫ এর জন্য কার্যকর)

২. HUD কালার পিকার: Alt + Shift + Right Click (Win) অথবা, Control + Option + Cmd + Click (Mac) করলে কালার পিকারসহ কালার হুইল আসবে। General tab (Ctrl +k) থেকে কাস্টোমাইজ করা যায়। (শুধুমাত্র GPU enabled সিএস৫ এর জন্য কার্যকর)


৩. Bird’s Eye ভিউ: কোনো ছবি অনেক জুম করে কাজ করার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বেশ জটিল ব্যাপার। হয় জুম আউট করে নির্দিষ্ট স্থানে ক্লিক করে আবার জুম ইন করতে হয় নয়তো নেভিগেটর প্যালেট থেকে নির্দিষ্ট স্থানে ক্লিক করতে হয় আর না হয় অসীম ধৈর্য নিয়ে হ্যান্ড টুল নিয়ে টেনে টেনে যেতে হয়। কিন্তু সিএস৫ এ এবার যোগ হয়েছে অত্যন্ত মজার একটি ফিচার যার নাম Bird’s Eye ভিউ! জাস্ট অনেক জুম হওয়া ছবিতে H চেপে রেখে ক্লিক করে রেখে ড্র্যাগ করলেই ছবিটি মূল সাইজে ফিরে যাবে। এবার যায়গামতো ড্র্যাগিং করে ক্লিক ছেড়ে দিন। মজা দেখুন

৪. ব্রাশ সাইজ ও হার্ডনেস: ব্রাশ টুলটি নিয়ে কাজ করার সময় অনেকবার এর আকৃতি ও প্রকৃতি পরিবর্তন করা লাগে। সিএস৫ এ এই কাজ করার চমৎকার শর্টকাট হচ্ছে, Ctrl + Alt + Right Click (Win) অথবা Control + Option + Click (Mac) চেপে রেখে ডানে-বামে ড্র্যাগ করলে ব্রাশের সাইজ পরিবর্তন হবে আর উপরে-নিচে ড্রাগ করলে ব্রাশের হার্ডনেস পরিবর্তিত হবে। সিএস৪ এ শুধুমাত্র সাইজ পরিবর্তন করা যায়। (শুধুমাত্র GPU enabled এর জন্য কার্যকর)


৫. সোজা লাইন আঁকা: এটি অনেক পুরোনো শর্টকাট। প্রায় প্রতিটি ড্রয়িং করার টুল দিয়ে Shift চেপে কাজ করলে প্রতিটি ক্লিক সোজা লাইনে পরিচালিত হবে।

Little robo :: drum boy v 1.0

কিছুদিন আগে একটা গেম খেলেছিলাম মেশিনারিয়াম নামের। তারপর থেকেই মাথায় একটা রোবোটিক পোকা খোচাখুচি করছিল। আজকে অফিসে বসে বলপেন দিয়ে সাদা কাগজে নামিয়ে আনলাম, অবচেতনভাবেই গেমটার মূল চরিত্রের সাথে খানিকটা মিল চলে এসেছে! তারপর ফটোশপ দিয়ে হালকার ওপর ঝাপসা আর কি!
সময় লেগেছে ৪০ মিনিট। ফটোশপ সিএস৫, A4টেক মাউস।

(বড় করে দেখার জন্য ছবিতে ক্লিক করুন)

Tuesday, January 11, 2011

Website for Bangladesh Cartoonist Association

Many thanks to Aftab vai (friend of Mehedi vai) for developing the Bangladesh Cartoonist Association's site for us. And cartoon lovers, Thank me to developed the gallery just for you ;) :) :P
www.bancaras.com

আর তন্ময়, মেহেদী হক ভাই, পশলা ওরফে নাস্তিক্যবাদি (যদিও সে মেহেদী ভাইয়ের ২টা প্রশ্নের উত্তর দিতে গিয়া কাইত হয়ে গেছে!) পলাশ, মিনারকেও (সাদা সাদা গানের গায়ক কাম আমাগো ছোটো ভাই!) ধন্যবাদ তাদের আক্লান্ত ( স্বরে আ দিয়া ব্যপারটার গুরুত্ব বর্ধন করা হলো ) পরিশ্রমের জন্য।
শাহরীয়ার শরীফ ভাই, মানিক ও রতন ভাই,ওয়ান অ্যান্ড অনলি  মিতু, ব্লাকবেরি শিখা আপু, রিফাত ভাই, নাম্বার ওয়ান জুনায়েদ খান, মাহির সহ সিনিয়র সব কার্টুনিস্টদের ধন্যবাদ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য।

Wednesday, January 5, 2011

vector illustration for a rhymes book cover


 (Click on this image to full view)
Hi Guys,
This is my latest experimental vector illustration for a rhymes book cover.It will be published in upcoming 21 book fair.
In this Illustration I used totally flat and simple colors and try avoid the color shades. Made by Adobe Illustrator CS5, Time: 10 Hours (without sketching and concept making).
This big mustache guy is uncle of these little children who fought with this tiger and defeat him so bravely. The tiger was went out side from his cadge.
Inspiration: Mr Google & smashingmagazine.com
Hope you'll enjoy this. Take care.

Saturday, January 1, 2011

Cover illustration

Hi Guys,

Happy new year with lots of wishes. I did This Illustration for a story book cover. Sorry for the same pigeon ;-) ...you know how much valuable time is! :-P

With Phothoshop CS5 (Crased every 5 min, and corrupted this file once), Wacom Intous 4 and Sleepless 12 hours.

C&C welcome. Thanks.

(Click on this image to full preview)