কিছুদিন আগে একটা গেম খেলেছিলাম মেশিনারিয়াম নামের। তারপর থেকেই মাথায় একটা রোবোটিক পোকা খোচাখুচি করছিল। আজকে অফিসে বসে বলপেন দিয়ে সাদা কাগজে নামিয়ে আনলাম, অবচেতনভাবেই গেমটার মূল চরিত্রের সাথে খানিকটা মিল চলে এসেছে! তারপর ফটোশপ দিয়ে হালকার ওপর ঝাপসা আর কি!
সময় লেগেছে ৪০ মিনিট। ফটোশপ সিএস৫, A4টেক মাউস।
(বড় করে দেখার জন্য ছবিতে ক্লিক করুন)
No comments:
Post a Comment