Wednesday, February 2, 2011

স্যাম্পল টেক্সট!

ওয়েব ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের প্রায়ই ডিজাইনে কিছু স্যাম্পল টেক্সট প্লেস করা লাগে। অনেক সময় (আমার অভিজ্ঞতায় বেশিরভাগ সময়ই) এই ছোট্ট কাজটাই অনেক বিরক্তিকর হয়ে দাড়ায় কোত্থেকে টেক্সট নেয়া যায় তা ভেবে! তখন হয় কোনো সাইট খুলে নয়তো অন্য কোনো ডিজাইন বা ওয়ার্ড ফাইল ওপেন করে টেক্সট কপি করা লাগে!
গুগল ক্রোমের মজার এই অ্যাড-অন এই ঝামেলা থেকে বাচিয়ে দেবে মুহূর্তেই! এমনকি ব্যবহারকারীরা শব্দ সংখ্যা ও প্যারাগ্রাফ সংখ্যাও নির্ধারণ করে দিতে পারবেন।
আশা করি ওয়েব ডিজাইনারদের উপকারে আসবে :)

1 comment:

  1. nice one. though I used this link for last 5 years to generate Lorem Ipsum- "lipsum.com". at the bottom you can customize your paragraph. It still might be helpful when you ad-on is missing. cheers!

    ReplyDelete