Friday, June 25, 2010

পাশের বাড়ির ডায়নোসর!


এবারের ২১ বইমেলায় প্রকাশিত একটি শিশুতোষ বই 'পাশের বাড়ির ডায়নোসর'র কভার এটা ফটোশপ সিএস৪ এবং ওয়াকম ইন্টোস ৪ এর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ! তবে প্রকাশকের তাড়ার কারণে ক্যারেক্টারের হাত আর ব্যাকগ্রাউন্ডে বিশেষ কাজ করতে পারিনি (যাক আরেকজনের ঘাড়ে ফাকিবাজির দায় দেয়া গেল)! ;-)
আর ডায়নোটার মুখটা যেভাবে গোলাকার করেছি সেরকম একটা ভাব মাথাটায় আনতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে কালার একটু এদিক-ওদিক হলেই শেপ চেঞ্জ হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে ওয়াকমের পেন-প্রেশার ঝামেলা করছিল কিনা বুঝলাম না! তাছাড়া হোল বডির লাইট-শেড নিয়েও ঝামেলায় পড়েছিলাম, ঘাসও খুব নাকানি চোবানি খাইয়েছে!


ডিটেইলিং:




কাজের পর্যায়ক্রম:

Image Category: Character :: Cartoonish
Softwares Used: Photoshop CS4

4 comments:

  1. Googy goody.... toon boy.. like your blog.
    Have a great journey here.....

    ReplyDelete
  2. @ Rajib and Prithibi:
    Thanks :)

    ReplyDelete
  3. I liked it at the very first sight.Thank u for the details now:)

    ReplyDelete