Saturday, June 26, 2010

ইলাস্ট্রেটরে ত্রিমাত্রিক ফুলদানী

এই টিউটোরিয়ালটি একদম শখের বশে যারা অ্যাডো্ব ইলাস্ট্রেটর নিয়ে ঘাটাঘাটি করেন মূলত তাদের জন্যই
প্রথমে অ্যাডো্ব ইলাস্ট্রেটর চালু করে file > new- (Ctrl+N) ক্লিক করুন,



Documents size: custom , width : 612pt , height : 792pt দিয়ে ok করুন

tool palette থেকে pen tool নিয়ে নিচের ছবির মতো শেপ তৈরি করুন

window > graphic style libiries > 3d effect- ক্লিক করলে 3d effect palette ওপেন হবে



এবার 3d effect palette থেকে 3d effect 21 অর্থাত ছবিতে চিহ্নিত আইকনে ক্লিক করুন অথবা drag and drop করুন pen tool- করা শেপটির উপরে

এবার আপনি আপনার শেপটিকে 3d shape- দেখতে পাবেন

direct selection tool ব্যবহার করে শেপটির পয়েন্টগুলো এডিট করে ইচ্ছেমতো শেপ দিন


নিজস্ব শৈল্পিকতা ইউজ করে আরো চমক আনা যেতে পারে



2 comments: