Thursday, August 5, 2010

ক্যারিকেচার!




আমার প্রিয় একজন বন্ধু আবদুর রব জুয়েলের ক্যারিকেচার!
অপরিচিত কেউ তাকে প্রথম দর্শনেই ভাববে সে বছরের ১২ মাসই গুড়ো কৃমি আর কোষ্ঠকাঠিন্যে ভুগে! বাস্তবে সে বেশ ভালোই বলশালী মর্দ জোয়ান! :)
সময় লেগেছে ১৫ মিনিট, থিয়োরি ক্লাসে বসে আঁকা!

3 comments:

  1. বলশালী বন্ধুর ক্যারিকেচার না করাই ভাল, অঙ্গহানির সম্ভবনা থাকে। কি বলেন? :D

    সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার নিজের কি কোন ওয়েব সাইট রয়েছে বা আর অন্য কোথাও কি আপনি লেখেন?

    ভাল থাকবেন।
    -- সাদাচোখ

    ReplyDelete
  2. ভালো হইছে, তবে চোয়াল আরো কম হইতো, নিচের ঠোঁট থেকে চিবুকের দুরত্ব দেখ

    ReplyDelete
  3. @ সাদাচোখ: ধন্যবাদ ভাই! আমার নিজের সাইট এখনো তৈরি করিনি। গ্রাফা, সামু, প্র-আলোসহ কয়েক যায়গায় টুকটাক লিখি।

    mehedihaque: বস্ থ্যাঙ্কস্! :)

    ReplyDelete