Saturday, August 28, 2010

মি. বেটোভিক

অনেকদিন পর একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের কাজ পেয়েছি অফিস থেকে। ইউ আই আর টুকিটাকি গ্রাফিকের কাজ করতে করতে বিরক্ত ধরে গিয়েছিল বসের উপর। এইটা ফেসবুকের ‘মাফিয়া’র মতো একটা গেমের ক্যারেক্টারের প্রাথমিক ড্রাফ্ট ড্রয়িং, নাম মি. বেটোভিক। যে কিনা লাইফে ভয়াবহ পোড় খেতে খেতে বিশাল পয়সাওলাতে পরিনত হয়েছে! পেন্সিলে স্কেচ করে তারপর ফটোশপের হালকা টাচ্ দিয়েছি। সময় লেগেছে সব মিলিয়ে ৪ ঘন্টার মতো। 


3 comments:

  1. দারুন হয়েছে। আপনার কাজ যতই দেখছি মুগ্ধ হচ্ছি। আমি এর আগে আপনার কাজ দেখি নাই, আজ প্রথম দেখছি। দারুন কাজ করেন আপনি। আপনি ড্রয়িং কোথায় শিখেছেন, কিভাবে শিখেছেন? আমার খুব আগ্রহ এই ব্যাপারে।

    ReplyDelete
  2. চমৎকার কাজ ! এসব কাজ দেখলে ঈর্ষা হয় খুব ! হা হা হা ! নিজে পারি না যে !
    ব্লগটাও ভালো লাগলো। অনেক অভিনন্দন !

    ReplyDelete
  3. @ Rezwan: মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার ড্রয়িং এর গুরু কার্টুনিস্ট আহসান হাবিব ও কার্টুনিস্ট মেহেদি হক। এমনিতে আমি চারুকলা, ঢাবিতে ফাইনাল ইয়ারে পড়ছি।

    @ Ranadipam Basu: আপনাকেও অভিনন্দন :)

    ReplyDelete