ব্রড স্ট্রিট লাইন নামে একটা আন্ডারপাস ট্রেইন সার্ভিস আছে। তো ঐটার আইফোন আ্যাপ্লিকেশন বানানো হবে। যারা ডেভেলপ করবে তারা আমার পুরোনো ক্লায়েন্ট। তাই আইকন বানানোর দায়িত্বটা আমিই পেলাম। প্রথমে ইলাস্ট্রেটরে পাথ করে বানালাম তারপর ফটোশপে ঘষামাজা করে ফাইনাল করা হয়েছে! সব মিলিয়ে সময় লেগেছে ১৫ ঘন্টা (ফাকিবাজিসহ)।
ওয়াও!! এইটা ভাল হইছে দোস্ত। লাইক ইট।
ReplyDelete