Tuesday, July 13, 2010

বিড়াল ও ডায়নোসরের ডিম

পাঞ্জেরি প্রকাশনী থেকে এ বছরের বইমেলায় একটা শিশুতোষ বইয়ের কাজ পেয়েছিলাম আমি আর কার্টুনিস্ট কাম ডাক্তার শাহরীয়ার শরীফ (ডেইলি স্টারের শাহরীয়ার শরীফ নয়, উন্মাদের শাহরীয়ার শরীফ)। স্কেচ বাদে পুরোটাই করেছিলাম ফটোশপ সিএস৪ আর মাউস দিয়ে। সেই বইটার ব্যাক কভারের কাজটা আজকে ধাপে ধাপে দেখাব:

১. প্রথমেই কম্পোজিশন টা ঠিক করে নিলাম। অবশ্য বেশ কয়েকটা কম্পোজিশন করা হয়েছিল কিন্তু সেগুলো কোনোটাই পছন্দ না হওয়াতে দিলাম না।

২. এবার শাহী ভাই জেলপেন দিয়ে স্কেচটা করে ফেললেন


৩. ফটোশপে আমি সেটাকে স্ক্যান করে একটা নতুন ক্যানভাসে ফেলে স্কেচ লেয়ারের ওপাসিটি কমিয়ে দিলাম


৪. এবার ধাপে ধাপে মাউসের সাহায্যে রং চাপানোর পালা

৫. শ্যাডো বসাতেই দারুণ স্পেস তৈরি হয়ে গেল!



৫. শ্যাডো বসাতেই দারুণ স্পেস তৈরি হয়ে গেল!

৬. ডিমের গায়ে কিছু ক্র্যাক আঁকলাম




৭. এবার বিড়ালের গলায় স্টিলের কলার বেল্ট ও তাতে কিছু ডিটেইলিং



৮. পুরো কাজটা করার সময় আমি ব্রাশ সেটিংস নিজের পছন্দ মতো কাস্টোমাইজ করে নিয়েছিলাম।


৯. এবারে ফাইনাল টাচ্






2 comments:

  1. মিয়া শার্পেন ছাড়াই ভালো লাগতো

    ReplyDelete
  2. চমৎকার কাজ।

    ReplyDelete